প্রকৃতির সৌন্দর্যের মতো নিজেকেও সুন্দর রাখতে পারি নিয়মিত পরিচর্যার মাধ্যমে। ত্বকের পরিচর্যার প্রথম ধাপ ক্লিনজিং। ন্যাচারাল উপাদান দিয়ে খুব সহজেই ত্বক ক্লিনজিং করা যায়। প্রতিদিন আমরা কম-বেশি কোনো না কোনো কাজে বাইরে বের হই। বাহির থেকে এসে ভালোভাবে ত্বক ক্লিন না করলে ত্বকে ব্রণ, র্যাশ বেড়ে যেতে পারে।
🌷 নিয়মিত ভাবে ক্লিনজিং করার জন্য নিচের প্যাক ব্যবহার করতে পারেন – কস্তুরি হলুদ, মুলতানি মাটির গুড়া, মসুরের ডাল এবং নিম গুড়া সব গুলো নিয়ে পানি মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে ত্বক ক্লিনজিং এর জন্য। **শীতের দিনে স্কিনে প্যাকটি ব্যবহার করার পরে এ্যালো অলিভ অয়েলটি ব্যবহার করলে অনেক বেশি সুফল পাবেন।
🌷উপকারীতা🌷 *
ত্বক ক্লিন করতে সাহায্য করবে * এ্যালো অলিভ অয়েল ব্যবহার করার ফলে ত্বক ময়েশ্চারাইজিং করতে সাহায্য করবে। *ত্বক ন্যাচারাল ভাবে উজ্জল করতে সাহায্য করবে।