ত্বকের যত্নের পাশাপাশি চুল পড়া কমাতে কার্যকরী এই কালোজিরা তেল।
প্রাচীন কাল থেকেই কালোজিরার তেল স্বাস্থ্য উপকারিতায় ও রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। এতে বিদ্যমান অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
কালোজিরার তেলে আরও আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক ইত্যাদি।
চুলের যত্নেও এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে। চলুন জেনে নেয়া যাক ত্বক এবং চুলের যত্নে এর উপকারীতা-
★★ত্বকের যত্নে কালোজিরা তেল-
উপকারিতা-
• ত্বকের ন্যাচারাল উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
• বলিরেখা দূর করতে সাহায্য করে।
• ব্রণ কমাতে সাহায্য করে।
★★চুলের যত্নে কালোজিরা তেল-
উপকারিতা-
• চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।
• চুলের ভেঙে যাওয়া কমাতে সাহায্য করে।
• রুক্ষতা দূর করে চুল ঝলমলে করতে সাহায্য করে।
• চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।
• চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।
ব্যবহার বিধি-
• কালোজিরা তেল নিয়ে আলতো ভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সম্পূর্ণ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো ভাবে লাগিয়ে নিন।
অধিক সুফল পেতে সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে সাহায্য করবে।
• অধিক সুফল পেতে প্রতিদিন সকালে ১ চা চামচ কালোজিরা তেল এবং ১ চা চামচ মধু খেলে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে।
★অন্যান্য-
• মাথা ব্যথা নিরাময়ে : ১/২ চা-চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে ২/৩ সপ্তাহ নিয়মিত খেলে মাথা ব্যথা দূর হবে।
• এক কাপ দুধ ও এক চা-চামচ কালো জিরার তেল একসঙ্গে মিশিয়ে দৈনিক পান করলে গ্যাসের সমস্যা কমে যায়।
• চা বা গরম পানির সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে পান করলে হৃদেরাগে যেমন উপকার পাওয়া যায়, তেমনি শরীরের বাড়তি মেদও কমে যায়।
৩. সর্দি সারাতে : এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ও সর্দি-কাশি দূর হয়।
রঙন হারবালসে পাচ্ছেন খাঁটি কালোজিরা তেল। কালোজিরা তেল একমাত্র প্রোডাক্ট, যা আমরা বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খাওয়ার জন্যেও সাজেস্ট করছি।
প্রাইসঃ কালোজিরা তেল ১০০ মি.লি. ২৭০৳