প্রতিনিয়ত ডেড সেল আমাদের ত্বকে জমতে থাকে। ডেড সেল দূর করতে সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করার মাধ্যমে ত্বকের পরিচর্যা করতে পারেন । এর মাধ্যমে মৃত কোষের স্তর সরে যায়। ফলে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠে। স্ক্রাবিং প্যাকটি আপনি ফেস এবং বডিতে ব্যবহার করতে পারেন।
- ফেইস স্ক্রাবার তৈরির নিয়ম
- মুলতানি মাটির মাস্কের সাথে কমলার খোসা গুড়া মিশিয়ে অথবা সজনে গুড়া অথবা কস্তুরি হলুদ গুড়া মিশিয়ে ফেস এবং বডিতে স্ক্রাব করতে পারেন।
- সজনে গুড়া, গোলাপ গুড়া, কস্তুরি হলুদ, যষ্টি মধু, কমলার খোসা গুড়া –
- বডি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।
- স্ক্রাবিং প্যাক উপাদান
সজনে গুড়া, গোলাপ গুড়া, কস্তুরি হলুদ, যষ্টি মধু, কমলার খোসা গুড়া, চারকোল গুঁড়া, মুলতানি মাড মাস্ক, টি ট্রি এসেন্সিয়াল অয়েল। - ব্যবহার করার নিয়ম জেনে নিন।
সব আলাদা আলাদা করে অথবা প্যাকের মতো করে নিয়ে, পানি মিশিয়ে স্ক্রাব করতে পারবেন। ৫-৬ মিনিট স্ক্রাব করে, প্যাক টা শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। - সতর্কতাঃ
ব্যবহারের পূর্বে অবশ্যই এ্যালার্জি বা প্যাচ টেস্ট করে নিতে হবে।