প্রতিটি রমণী সুন্দর তার নিজের সৌন্দর্যে। এই সৌন্দর্য্য ধরে রাখার জন্য দরকার একটু যত্ন। ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে খুব সহজেই ত্বকের যত্ন নিতে পারেন।
মূল_উপাদান
পুনর্নোভা, আলু গুড়া, ডালিম খোসা গুড়া, মসুরের ডাল গুড়া, কস্তুরি হলুদ গুড়া, কমলার খোসা গুড়া, মুলতানি মাটির গুড়া।
ব্যবহার_বিধি
প্রথমে একটু কস্তুরি হলুদ, পুনর্নোভা এবং চালের গুঁড়া ( যদি বাড়িতে থাকে) মিশিয়ে অল্প পানি নিয়ে ২-৩ মিনিট স্ক্রাব করে নিতে হবে।
তারপর প্রতিটি উপাদান ১ চা চামচ করে নিয়ে সাথে পানি মিশিয়ে প্যাক বানাতে হবে। প্যাকে কস্তুরি হলুদ এবং পুনর্নোভা ১ -২ চিমটি পরিমাণ নিতে হবে। ত্বকে দুধ, মধু বা শসার রস( স্যুট করলে), প্যাক বানানোর সময়ে ব্যবহার করতে পারেন।
উপকারীতা
ন্যাচারালভাবে ত্বককে ব্রাইটনিং করে।
মুখের কালো দাগ/ ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।