অনেকেই মনে করেন, রূপচর্চার আসল মানেই হলো নিজেকে আরও ফর্সা করে তোলা। আমাদের দেশের প্রথাগত ভাবনা হলো যার গায়ের রঙ যত সাদা সে তত সুন্দর। এই অসুন্দর ভাবনা মন থেকে যতদিন না যাবে ততদিন সমাজের নানা অসঙ্গতি কখনই দূর হবে না। হাজার বছর ধরে চলে ভারত উপমহাদেশের সৌন্দর্য বিজ্ঞান বলছে অন্য কথা।রূপ চর্চার মূল কথা হলো, মানুষ তখনই সুন্দর হয় যখন সে শারীরিকভাবে সুস্থ এবং পরিচ্ছন্ন ও আকর্ষনীয় থাকে। পাশাপাশি ব্যাক্তির মানসিকতা, জ্ঞান, বিবেচনাবোধ, বুদ্ধিমত্তা, সমাজ এবং সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি তাকে অপরূপ ও মোহনীয় করে তোলে।তাই কালো রঙকে ফর্শা করতে নয় বরং ত্বককে পরিচ্ছন্ন রেখে, অনাকাঙখিত কালো দাগ ছোপ দূর করে।
ন্যাচারাল ভাবে ব্রাইটনেস বাড়াতে
পুনর্নোভা+আলুর গুড়া+ডালিম খোসা গুড়া+অল্প দুধ+মধু ( যদি স্যুট করে) এড করে দিলে দারুন উজ্জ্বলতা পাবেন।স্কিনের অন্য সমস্যাও যাবে,বয়সের ছাপ ও আটকাবে।
এছাড়া মসুর ডাল+কস্তুরী ১ চিমটি +কমলা+মুলতানি মাটির গুড়া + চালের গুড়া+অল্প দুধ+মধু দিয়ে তৈরি প্যাক অনেক উজ্জল করে।