অল্পবয়সে ব্রণ ওঠাটা খুব স্বাভাবিক, তাই ব্রণ দূর করতে হতে হবে অত্যন্ত যত্নশীল। তবে ১৮ বছরের নিচে ব্রণ হলে কিছু ব্যবহার না করাই ভালো, এসময় ব্রণ হলেও দুশ্চিন্তার কিছু নেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে খুব সহজেই পিম্পল দূর করতে নিচের প্যাকটি ব্যবহার করতে পারেন।
নিচের প্যাক টি ব্যবহার করতে পারেন সুফল পেতে
প্যাক ১ঃ মুলতানি মাটি+শঙ্খ গুড়া+পুদিনা গুড়া+ নিম গুড়া
প্যাক ২ঃ কস্তুরি ১চিমটি পরিমাণ +থানকুনি গুড়া+পুদিনা গুড়া+ মুলতানি মাটির গুড়া (২ টি প্যাক অলটারনেট করে ১ দিন পর পর)
পিম্পল প্যাক প্রাইস
১)মুলতানি মাটির গুড়া ১০০ গ্রাম
২)শঙ্খ গুড়া ১০০ গ্রাম
৩)পুদিনা গুড়া ১০০ গ্রাম
৪)কস্তুরি হলুদ গুড়া ১০০ গ্রাম
৫)থানকুনি গুড়া ১০০ গ্রাম
৬)নিম গুড়া ১৫০ গ্রাম