এটি আমাদের কাছে একটি পরিচিত নাম হচ্ছে ‘বেল’। বেল খেতে সবাই পছন্দ করে। আজকাল সব ডায়েটপ্রেমীদের কাছে বেল একটি পরিচিত নাম। বেল গুড়ার কিছু ঔষধী গুণাগুণ রয়েছে তা আমরা সকলেই জানি কিন্তু রূপচর্চায় এর গুণাগুণ অনেকেরই জানা নেই।
১। এটি সেবনে ভেতর থেকে রক্ত শুদ্ধ করে ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে।
২। যাদের ত্বকে র্যাশ এর সমস্যা আছে, প্রতিদিন বেলের গুড়া পানিতে গুলে সেবন করলে ভেতর থেকে ত্বক পরিষ্কার করে সমস্যার সমাধান করবে। তার জন্য অনন্তত এক থেকে দেড় মাস আপনাকে বেলের গুড়ো পানিতে গুলে শরবত হিসেবে খেতে হবে।
১। চুলের অন্যান্য প্যাকের সাথে এটি মিশিয়ে দিলে খুশকি দূর করতে সাহায্য করে।