সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পুদিনা পাতা বা mint asthma প্রতিরোধে বেশ খানিকটা কার্যকরি। National Asthma prevalence study (NAPS) in Bangladesh এর হিসাব অনুযায়ী দেশে প্রায় ৭ মিলিয়ন লোকের এজমা হচ্ছে । তাই বাড়িতে টবে পুদিনা পাতার গাছ লাগান। এই পাতা রান্নায় যেমন স্বাদ বাড়াবে তেমনি পুদিনা পাতার চাটনির কোন তুলনা নেই। শরিরের জন্য পুদিনা পাতার গুণ লিখে শেষ করা যাবে না। এটা শুধু শরিরের জন্যই নয় ত্বকের জন্যও ভীষণ উপকারি। পুদিনা পাতা, সামান্য মধু আর কয়েক টুকরো শসা ব্লেড করে সেই পেস্ট যদি চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রাখলে ডার্ক সার্কলের জন্য ভালো উপকার পাওয়া যাবে।ব্যস্ত এই সময়ে, রাতজাগার কারণে অথবা অতিরিক্ত পরিশ্রমের কারনে চোখের নিচে কালো দাগ পড়তে দেখা যায়। চোখের কালো দাগ তুলতে ঘরে থাকা প্রাকৃতিক উপাদান তো ব্যবহার করবেনই পাশাপাশি রঙনও আপনাদের পাশে সব সময়ই আছে। নীচের প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ডার্ক সার্কল প্রতিরোধে সুফল পেতে পারেন।
উপাদান
পুদিনা+ কস্তুরি হলুদ+ মুলতানি মাটি গুড়া+ ডালিমের খোসা গুড়া।
ব্যবহারবিধি
পুদিনা+ কস্তুরি হলুদ+ মুলতানি মাটি গুড়া+ ডালিমের খোসা গুড়াসব ধরনের ত্বকের জন্যই প্যাকটির সাথে আলুর রস মিশিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। আর প্রতিদিন রাতে এ্যালোঅলিভ অয়েলের ১-২ ফোঁটা মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে।