ভিটামিন-সি, ভিটামিন-কে এবং ক্যাফিক এসিড সমৃদ্ধ শসা ত্বক উজ্জ্বল করতে, ত্বক টানটান এবং কোলাজেন বাড়াতে সাহায্য করে।
চলুন জেনে নেয়া যাক –
🥒 ত্বকের যত্নে-
উপকারিতা:
১) রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ন্যাচারাল উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
২) চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে।
৩) ত্বক টানটান করতে সাহায্য করে।
৪) ত্বককে সতেজ ও প্রাণবন্ত করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
১. রোদে পোড়া দাগ দূর করতে-
শশার গুড়া ,আলু গুড়া, কমলার খোসা গুড়া, বিটরুট ও মুলতানি মাটি গুড়া সবগুলো উপাদান হাফ চা-চামচ পরিমাণ নিয়ে, পানি মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন।
শসার গুড়া দিয়ে আইস কিউব বানিয়ে ফ্রিজে রাখুন। প্রতিদিন বাসায় ফিরে এই আইস কিউব মুখে ঘষুন। এতে আপনার ত্বকের রোদে পোড়া দাগ অনেকটা দূর হবে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে।
২. চোখের নিচের কালো দাগ দূর করে-
ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করতে শসার রস বেশ কার্যকর।
শসার অ্যান্টিঅক্সিডেন্ট ও সিলিকা চোখের নিচের কালো দাগ সহজেই দূর করে। চোখ বন্ধ করে চোখের ওপর শসা দিয়ে বানানো প্যাক( শসা গুড়া শুধু পানি মিশিয়ে বানানো প্যাক/ শসা গুড়ার আইসকিউব) ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এভাবে টানা এক মাস করলে চোখের নিচের কালো দাগ দূর হবে।
৩. ত্বক টান টান করতে ও উজ্জলতা বাড়াতে-
শশা গুড়া, মুলতানি মাটি গুড়া, গাজর গুড়া, কমলার খোসা গুড়া, বিটরুট গুড়া এবং মসুর ডাল গুড়া একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন। সপ্তাহে ৩ দিন প্যাকটি ব্যবহার করুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং টানটান রাখতে সাহায্য করবে।
🥒 চুলের যত্নে-
উপকারিতা:
১) মাথার স্ক্যাল্পের চুলকানি কমাতে সাহায্য করে।
২) চুল সফট করতে সাহায্য করবে।
৩) প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।
৪) খুশকি দূর করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
১. চুল পড়া কমাতে, স্ক্যাল্পের চুলকানি কমাতে ও খুশকি দূর করতে-
শশা গুড়া , ভৃংগরাজ গুড়া , সজনে পাতা গুড়া, জবাফুল গুড়া, আমলকি গুড়া ও মেথি গুড়া সব গুলো উপাদান ১ চা-চামচ পরিমাণ নিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন। সাথে রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলে দ্বিগুণ সুফল পাবেন।
২. প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে-
১ লিটার পানিতে ২ টেবিল চামচ শসা গুড়া নিয়ে জ্বাল দিয়ে ২৫০ মি.লি. করে নিন। এবার ছাকনী দিয়ে ছেকে ঠান্ডা করে চুলে ব্যবহার করুন। এটি চুল সফট করতে সাহায্য করবে।