অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ই ভরপুর মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী। চলুন জেনে নেয়া যাক –
উপকারিতা:
ত্বকের যত্নে
• ছোপ ছোপ দাগ, সানট্যান দূর করতে সাহায্য করে।
• ডার্ক সার্কেল দূর করতে;
• বয়সের ছাপ দূর করে;
• ব্রণ দূর করতে সাহায্য করে;
• ত্বক ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।
• অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
১) ব্রণ ও ব্রণের দাগ দূর করতে: মুলতানি মাটি গুড়া, বিটরুট গুড়া, শঙ্খ গুড়া, মসুর ডাল গুড়া , কস্তুরি হলুদ গুড়া ১-২ চিমটি সাথে ২-৩ ফোঁটা মরিঙ্গা ও ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এই প্যাকটি অয়েল কন্ট্রোল করতে এবং সানট্যান দূর করতেও সাহায্য করে।
২) ডার্ক সার্কেল দূর করতে: প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ৩-৪ ফোঁটা এ্যালো অলিভ অয়েল এর সাথে ১ ফোঁটা মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ম্যাসাজ করতে হবে।
৩) ত্বক ময়েশ্চারাইজড করতে: ক্যারিয়ার অয়েলের ( ক্যারিয়ার অয়েল হিসেবে অলিভ অয়েল, এ্যালো অলিভ অয়েল) সাথে ২-৩ ফোঁটা মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে হবে।
চুলের যত্নে উপকারিতা-
• চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে;
• চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে,
• খুশকি দূর করে;
• চুল ফাটা দূর করতে সাহায্য করে।
ব্যবহার বিধি
১) চুলের রুক্ষতা দূর করতে: মুলতানি মাটি গুড়া, মেথি গুড়া, আমলকি গুড়া, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ৫-৭ ফোঁটা মরিঙ্গা ও ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে হবে।
২) চুলের ফাটা দূর করতে: ত্রিফলা গুড়া , আদা গুড়া ও মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল ৫-৭ ফোঁটা মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে। এতে চুলের উজ্জ্বলতা ফিরবে, ঝলমলে হবে।
৩) খুশকি দূর করতে: কারিপাতা, জবা গুড়া, ভৃঙ্গরাজ গুড়া , লেবুর রস ১ টেবিল চামচ ও ৫-৭ ফোঁটা মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে হবে।
অন্যান্য:
গোসলের সময়ে পানিতে ৪/৫ ড্রপ মিশিয়ে গোসল করতে পারেন, রিফ্রেশমেন্ট ও সুগন্ধ আসবে বডিতে।
ঘরের কোণে একটি কটন বল বা কাপড়ে কিংবা শোবার বালিশে ৩/৪ ড্রপ দিয়ে রাখলে ঘরে সুঘ্রাণ আসবে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে।
★★
ব্যবহারের পুর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। হাতের কনুইতে/ বাহুতে, কানের লতিতে কিংবা গালের এক পাশে দিয়ে দেখতে হবে যে কোনো ধরনের ইরিটেশন দেখা যায় কিনা। যদি ইরিটেশন না থাকে তাহলে ক্যারিয়ার অয়েল বা পানির সাথে মিশিয়ে ডেইলি ব্যবহার করুন।
প্রাইসঃ
মরিঙ্গা এসেন্সিয়াল অয়েল ১০ মি.লি. ৬৫০৳
Reviews
There are no reviews yet.