ভিটামিন-এ, পটাশিয়াম এবং মিনারেলস যুক্ত “গাজর” গুড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, বয়সের ছাপ দূর করতে, দাগ দূর করতেএবং ড্রাইনেস দূর করতে খুবই কার্যকরী।
ড্রাই স্কিনের পাশাপাশি অয়েলি স্কিনের যত্নেও গাজর গুড়া খুবই কার্যকরী। কারণ গাজরের “ভিটামিন-এ” ত্বকের অতিরিক্ত তেল বের করতে সাহায্য করে। ফলে ত্বক হয় সতেজ ও টক্সিনমুক্ত।
★★ত্বকের যত্নে:
১) ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে।
২) ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
৩) ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
৪) স্ক্রাবিং এর কাজ করে।
৫) অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
🥕উজ্জল ও মসৃণ ত্বক পেতে: ১ চা-চামচ গাজর ও বিটরুট গুড়া, হাফ চা-চামচ মসুর ডাল গুড়া এবং মুলতানি মাটি গুড়া মিশিয়ে ফেইস প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ৩ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পেতে সাহায্য করবে। এই প্যাকটি অয়েল কন্ট্রোল করতেও সাহায্য করবে।
🥕ত্বকের বলিরেখা, বয়সের ছাপ দূর করতে: ১ চা- চামচ গাজর গুড়া, ১ চা-চামচ মুলতানি মাটি গুড়া, ১ চা-চামচ গোলাপ গুড়া ও ২-৩ চিমটি কস্তুরী হলুদ গুড়া একটি পাত্রে নিন। এবার পানি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এক মাস টানা এই প্যাক ব্যবহার করলে ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে।
🥕ব্রণ ও ব্রণের দাগ দূর করতে: ১ চা- চামচ গাজর গুড়া, হাফ চা-চামচ বিটরুট গুড়া, হাফ চা-চামচ মুলতানি মাটি গুড়া ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
🥕ত্বক স্ক্রাব করতে: ১ চা-চামচ গাজর গুড়া, হাফ চা-চামচ কমলার খোসা গুড়া, ২ চিমটি চারকোল গুড়া ও ২ চিমটি কস্তুরি হলুদ গুড়া একসঙ্গে মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃতকোষ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
🥕তৈলাক্ততা দূর করতে: এর জন্য চটজলদি বানিয়ে ফেলতে পারেন একটি ফেস মাস্ক। এটি বানাতে প্রয়োজন হবে এক কাপ গাজরের রস, এক টেবিল চামচ টকদই, বেসন ও লেবুর রস।
🥕শুষ্ক ত্বকের গাজরের রস খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা ত্বকের শুষ্ক ভাব কাটিয়ে স্বাভাবিকভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
★★চুলের যত্নে:
১) চুলের প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করবে।
২) চুলের গোড়া মজবুত করে।
৩) নতুন চুল গজাতে সাহায্য করে।
৪) চুলে ন্যাচারাল ভাবে লালচে কালার আসতে সাহায্য করে।
🥕 ব্যবহার বিধি:
গাজরের হেয়ার মাস্ক- :- ২ টেবিল গাজর গুড়া, ২ টেবিল চামচ মেথি গুড়া, ১ টি ডিম , ১ চা-চামচ অলিভ অয়েল, টক দই, পাকা কলা ব্লেন্ড করে নিন। এবার এর সাথে রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন।
চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই মিশ্রণ ভালভাবে লাগিয়ে নিন। এবার ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুল লম্বা করবে, সিল্কিও হবে সাথে সুন্দর কালার আসতেও সাহায্য করবে।
১০০% অরিজিনাল ও পিওর গাজর গুড়া পাচ্ছেন রঙন হারবালসে।
🥕 গাজর গুড়া ৫০ গ্রাম ২২০৳ 🥕
Reviews
There are no reviews yet.