সিনামন বা দারচিনি এর ঘ্রাণ কিছুটা মিষ্টি, কিছুটা মসলাদার এবং বিশেষত আরামদায়ক স্মৃতির কথা মনে করিয়ে দেয়।
সুন্দর ত্বক এবং ঝলমলে চুল পেতে এটি কার্যকরী ভূমিকা পালন করে।
সিনামন এসেন্সিয়াল অয়েল এর পরিচিতি যেন এর বিলাসী সুবাসের জন্য। সিনামন কে মূলত চেনা যায় এর এন্টি–অক্সিড্যান্ট এর গুণের জন্য।
সিনামন এসেন্সিয়াল অয়েলের উপকারিতা নিম্নে বর্ণিত-
★★ত্বকের যত্নে–
সিনামন এসেন্সিয়াল অয়েল ত্বক উজ্জ্বল ও ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করে।
শুষ্ক ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে, ত্বককে অনেক ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
বয়সের রেখা কমিয়ে ত্বককে তরুন রাখতে সাহায্য করে।
ব্যবহার বিধিঃ
১। ৩ ড্রপ সিনামন এসেন্সিয়াল অয়েল এর সাথে কয়েক টেবিল চামচ অলিভ অয়েল, নারিকেল তেল বা অন্য কোনো ক্যারিয়ার অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে।
২। ন্যাচারাল ফেইস প্যাক যেমন মুলতানি মাটির গুড়া, নিম, কস্তুরি, আলু গুড়া, পুনর্নভা গুড়া দিয়ে বানানো প্যাকের সাথে ২–৩ ড্রপ সিনামন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
★★মানসিক যত্নে–
ফ্রাস্ট্রেশন কমায় ।
এ্যারোমাথেরাপি এর ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।
স্ট্রেস কমিয়ে মাথা ঠান্ডা রাখে।
ব্যবহার বিধিঃ
১। কয়েক ফোঁটা সিনামন অয়েল তুলায় ভিজিয়ে ঘরের কোণে রেখে দিন যার সুঘ্রাণ আপনার মন কে রাখবে বিমোহিত ও ফ্রেশ।
২। স্প্রে বোতলে সিনামন এসেন্সিয়াল অয়েল ও ক্যারিয়ার অয়েলের মিশ্রণ রেখে তা ঘুমানোর আগে আশেপাশের স্থানে( যেমন বালিশ, রুমের কোণে) স্প্রে করলে ভালো ঘুম হতে সাহায্য করবে।
★★চুলের যত্নে
মাথার স্ক্যাল্প এর রক্ত চলাচল বাড়ায় ও চুলকে বাড়তে সাহায্য করে।
চুল মজবুত করতে সাহায্য করে।
নতুন চুল গজাতে সাহায্য করবে।
ব্যবহার বিধিঃ
১। অলিভ অয়েল, নারিকেল তেল বা এ্যালো অলিভের সাথে কয়েক ফোঁটা মিশিয়ে ব্যবহার করুন চুলে নিয়মিতভাবে।
২। শ্যাম্পু এর সাথে ১০ ফোঁটার মতো মিশিয়ে চুল ধুয়ে নিন যা চুলকে দিবে চকচকে এক আভা। (ন্যাচারাল উপাদান দিয়ে শ্যাম্পু ব্যবহার করলে ভালো হয় , যেমন: রিঠা, শিকাকাই, আমলকি, জবা, নিম, মেথি দিয়ে খুব সহজেই শ্যাম্পু বানিয়ে নিতে পারেন)
৩। হেয়ার প্যাকের সাথে ৫–৭ ড্রপ সিনামন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
Reviews
There are no reviews yet.