গ্রিণ টি এসেনশিয়াল অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান- যা ত্বকের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও এটি বেশ উপকারি।
উপকারিতা:
ত্বকের যত্নে-
১) স্ট্রেচ মার্ক দূর করতে সাহায্য করে।
২) ত্বকের ড্রাইনেস দূর করতে সাহায্য করে।
৩) ব্রণ দূর করতে সাহায্য করে।
৪) রিংকেল দূর করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
১) স্ট্রেচ মার্ক দূর করতে: গোলাপ গুড়া, মুলতানি মাটি, আমলকি গুড়া, জটামানসি , দারচিনি এবং ২-৩ ফোঁটা গ্রিণ টি এসেন্সিয়াল অয়েলে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে।
২) ক্যারিয়ার অয়েলের( এ্যালো-অলিভ, অলিভ অয়েল) সাথে ২-৩ ফোঁটা গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েলে মিশিয়ে ব্যবহার করতে হবে। এতে ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বককে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করবে।
৩) ব্রণের দূর করতে: মুলতানি মাটি গুড়া, নিম গুড়া, শঙ্খ গুড়া, পুদিনা গুড়া এবং ২-৩ ফোঁটা গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে হবে।
৪) রিংকেল দূর করতে: মুলতানি মাটি গুড়া, কমলার খোসা গুড়া, গোলাপ গুড়া এবং ২-৩ ফোঁটা গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
চুলের যত্নে:
• চুল পড়া কমাতে সাহায্য করে।
• চুলের খুশকি দূর করতে সাহায্য করে।
• চুলকে সফট ও ঝলমলে করে তুলে।
ব্যবহার বিধি:
১) নারিকেল তেল বা অলিভ অয়েলের সাথে ৫-৭ ড্রপ গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাথার স্ক্যাল্প থেকে নিচ পর্যন্ত ১০ মিনিট ম্যাসাজ করতে হবে। গরম পানিতে টাওয়েল ভিজিয়ে নিয়ে মাথায় পেঁচিয়ে রাখতে হবে ৫ মিনিট। একদিন রেখে পরদিন শ্যাম্পু করে ফেলুন। এতে চুল সিল্কি ও ঝলমলে হবে।
২) চুল পড়া কমাতে ভৃঙ্গরাজ , আমলকি , হরতকি , শিকাকাই , ৫-৭ ফোঁটা গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েল ও রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে চুল পড়া অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ।
★★
ব্যবহারের পুর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। হাতের কনুইতে/ বাহুতে, কানের লতিতে কিংবা গালের এক পাশে দিয়ে দেখতে হবে যে কোনো ধরনের ইরিটেশন দেখা যায় কিনা। যদি ইরিটেশন না থাকে তাহলে ক্যারিয়ার অয়েল বা পানির সাথে মিশিয়ে ডেইলি ব্যবহার করুন।
প্রাইস:
গ্রিণ-টি এসেন্সিয়াল অয়েল ১০ মি.লি. ৬০০৳
Reviews
There are no reviews yet.